উদ্বোধনের দুই মাসের মাথায় ফের বগুড়া-জামালপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ২০ সেপ্টেম্বর ফেরি  শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বগুড়ার সারিয়কান্দিতে যমুনা নদীর মাঝে বিকল হয়ে যায়। এরপর থেকেই সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, মাদারগঞ্জ ঘাট থেকে সারিয়াকান্দির উদ্দেশে আসার সময় হঠাৎ মাঝপথে ফেরির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুদিন পর আরেকটি ফেরি এনে এটিকে নদীর পূর্বপাড়ে নিয়ে রাখা হয়।

ফেরির ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, ফেরির ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্র নষ্ট হয়ে গেছে। এটি চালু করতে অনেক সময় লাগবে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর থেকে ফেরির ইঞ্জিন দুইবার বিকল হলো। বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে গত ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় বগুড়া-জামালপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আট দিন পর ৩১ আগস্ট ইঞ্জিন মেরামত করে আবারও ফেরি চলাচল শুরু হয়েছিল। 

এসপি