৯ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
৯ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এ সময় পদ্মা নদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এসপি
বিজ্ঞাপন