জামাল মুন্সি (ফাইল ছবি)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে জামাল মুন্সি (৫০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত একটার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জামাল চরচারতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে। তার ভাই হানিফ মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সঙ্গে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসপি