সেন্টমার্টিন উপকূলে নৌকাডুবিতে নিহত ৪, নিখোঁজ ৯
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ২৬ জন মাঝি-মাল্লা নিয়ে ডুবে গেছে জান-জাবিন নামের একটি মাছ ধরার ট্রলার। এ দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। এ ছাড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন।
শনিবার (২৩ জানুয়ারি) ভোর পাঁচটায় সেন্টমার্টিন থেকে ৩২ নটিক্যাল মাইল অদূরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
কোস্ট গার্ড সদর দপ্তরের দেওয়া তথ্যমতে, কক্সবাজার লাইট থেকে ৩৭ নটিক্যাল মাইল এবং সেন্টমার্টিন লাইট থেকে ৩৪.৫ নটিক্যাল মাইল দূরে ২৬ জন জেলে নিয়ে এফভি জান-জাবিন সুনকেন নামের একটি মাছ ধরার জাহাজ ডুবে যায়।
এ বিষয়ে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. আরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মাছ আহরণের সময় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর দুটি জাহাজ উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১৩ জন। তবে এখনো নিখোঁজ ৯ জনের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
বিজ্ঞাপন
নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা নির্মূল, বানৌজা মধুমতি এবং কোস্ট গার্ড জাহাজ সিজিএস মনসুর আলী, সিজিএস শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এনএ