এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জে রোববারের হরতাল প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোববারের (২৪ জানুয়ারি) পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘রাজাকার’ পরিবারের সদস্য বলার প্রতিবাদে এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় রোববার (২৪ জানুয়ারি) আধাবেলা হরতালের ডাক দেয়া হয়।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বরাত দিয়ে তিনি দাবি করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। পরবর্তী এই সব বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘রাজাকার’ পরিবারের সদস্য বলার প্রতিবাদে শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট থেকে রোববার আধাবেলা এই হরতাল কর্মসূচি ঘোষণা করে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ।

এমএসআর