মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১ নম্বর বাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী রেজাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

ইউএনও জানান, বাল্লা ইউপি চেয়ারম্যান কাজী রেজার বিরুদ্ধে হরিরামপুর থানায় করা তিনটি মামলা রয়েছে। এ কারণে জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেছে। এ জন্যই তাকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় ১০ কার্যদিবসের মধ্যে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, এই মর্মে জবাব চেয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাল্লা ইউপি চেয়ারম্যান কাজী রেজা বলেন, অহেতুক হয়রানিমূলক একটি মামলার ওপর ভিত্তি করে আমাকে এ আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউএনওর কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দাখিল করা হবে বলে জানান তিনি।

এনএ