কিশোরগঞ্জে পোলট্রি ফার্মের মুরগি ও ডিম চুরির অভিযোগে এক চোরকে আটক করেছে পুলিশ। তার বাড়িতে রান্না করা মুরগির মাংস ও ডিম পাওয়া গেছে। 

রোববার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলীর এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। 

জানা গেছে, নেট কেটে পোলট্রি রক্ষা জাতীয় পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি একে ফজলুল হকের মুরগির ফার্মের কর্মচারীর ঘরে প্রবেশ করে চোর। ঘর থেকে চাবি নিয়ে শেডের তালা খুলে ১০০টি ডিম, ৪০টি মুরগি ও কর্মচারীর স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় সে। 

ফার্মের মালিক পোলট্রি রক্ষা জাতীয় পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিম, এক পাতিল রান্না করা মুরগির মাংস ও স্মার্টফোনটি উদ্ধার করে।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ডিম ও রান্না করা মুরগিরর মাংস এবং স্মার্টফোন উদ্ধারসহ চোরকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/আরএইচ