বন্য হাতির আক্রমণে আহতকে হাসপাতালে নেওয়া হচ্ছে

বান্দরবানের আলীকদমে বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে রেফার ফাঁড়ি এলাকার মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরুল কবিরের ছেলে মো. মনছুর আলম (১৯) ও মোহাম্মদ হোসেনের ছেলে হুমায়ুন কবির (১৭)। আহত হলেন মো. জুবায়ের (২৪)। আহতকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দীন।তিনি বলেন, গভীর রাতে হাতির দল বাড়িতে হামলা করতে পারে ভেবে পিছু নেয় মনছুর আলম। পরে রাস্তায় বন্য হাতিকে দেখে তিনি ভয়ে চিৎকার দেন। 

এ সময় আশপাশ থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। এতে হাতিটি ক্ষিপ্ত হয়ে মনছুরকে পায়ের তলায় পিষ্ট করে গুরুতর আহত করে। একই সঙ্গে হুমায়ন কবিরকে ছুঁড়ে মারে। পরে স্বজনরা মনছুরকে উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হুমায়ন কবিরকে চকরিয়া নেওয়ার পথে তিনি মারা যান।

এসপি