বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে ২১৫ যাত্রীকে জরিমানা
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনব্যাপী অভিযান চালিয়ে বিনা টিকেটে ভ্রমণের দায়ে যাত্রীদের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সেপেক্টর অপু রায় চৌধুরী।
এসময় বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ২১৫ জনকে টিকেটের মূল্যসহ জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন রেলওয়ের টিটিই ইন্সপেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে হেড বুকিং মাস্টার রেজাউল করিমসহ টিটিই ও অন্যান্য স্টাফরা।
বিজ্ঞাপন
এসময় একতা একপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ২৬ হাজার ৪৬০ টাকা এবং জরিমানা করা হয় ২২ হাজার ৪৭০ টাকা।
পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, অভিযান পরিচালনা করায় বিনা টিকেটে ভ্রমণ যাত্রীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এতে যারা ট্রেনে ভ্রমণ করেন তারা টিকেট কেটে ট্রেনে উঠছেন। যাত্রীদের মাঝেও টিকেট কাটার প্রবণতা বেড়েছে। এছাড়া ট্রেনে হকারমুক্ত করার জন্যও অভিযান হচ্ছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে হকাররা আগেই ট্রেন থেকে নেমে পড়েন। অভিযান পরিচালনা করায় ট্রেনের যাত্রীরাও সন্তুষ্ট।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এমএএস