অস্ত্র মামলায় শাহাজাহান শেখ নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহাজাহান আদালতে উপস্থিত ছিলেন। বটিয়াঘাটা উপজেলার শুলাকুড়া গ্রামের রাহাতুল্লাহর ছেলে তিনি।
 
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৩১ অক্টোবর রাতে খুলনা র‌্যাব ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটার ঝলবাড়ি গ্রামে জনৈক মনির মোল্লার ঘেরে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালান।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আসামি শাহাজাহান ঘটনস্থল থেকে আটক হয়। এ সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে কার্তুজ, ২০ ইঞ্চি লম্বা দুটি পাইপ, কাঠের তৈরি বন্দুকের বাট ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করে।

এ ব্যাপারে ওই দিন র‌্যাবের ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে শাহাজাহান শেখকে আসামি করে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ১৫ নভেম্বর বটিয়াঘাটা থানা এসআই হাবিব উল্লাহ আদালতে চার্জশিট দাখিল করেন।

মোহাম্মদ মিলন/এমএসআর