কুয়াকাটার গঙ্গামতি সাগরপাড়ের বেলাভূমে বসবাসকরা ২২ জেলে পরিবারের সদস্যরা বন বিভাগের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গঙ্গামতি চরের দুর্গম এলাকায় এ মানববন্ধন করা হয়।

জেলেদের দাবি, তারা বাপ-দাদার আমল থেকে খড়কুটোর ছাউনি দিয়ে অনেক কষ্টে বনের পাশেই বসবাস করে আসছেন। কিন্তু গত ২১ সেপ্টেম্বর সকালে বন বিভাগের গঙ্গামতির বিট অফিসার মোশাররফ হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ অতর্কিত তাদের ঘর-দুয়ার ভাঙতে শুরু করে। বাধা দিলে তাদের মারধর করা হয়। চাল-চুলা পর্যন্ত ভাঙচুর করা হয়। বাসাবাড়ি ছেড়ে না গেলে আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়। বর্তমানে এসব পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন। এমনকি মহিপুর থানায় ২২ পরিবারের ৪০ সদস্যের নামে অভিযোগ দেওয়া হয়েছে। 

জেলে পরিবারের সদস্যদের দাবি করে বলেন, আগে আমাদের পুনর্বাসন করা হোক, তারপর এ অভিযান পরিচালনা করুক তারা। তা না হলে আমরা কোথায় যাব। এ সময় তারা বন বিভাগের এমন হয়রানি বন্ধেরও দাবি জানান। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলে মো. সালাম মুসল্লী, ফারুক মুসল্লী, শহিদুল ইসলাম, শাহবুদ্দিন ও ইলিয়াস প্রমুখ। বর্তমানে এ ২২ পরিবারের প্রায় ১শ সদস্য চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। 

বন বিভাগের গঙ্গামতির বিট অফিসার মো. মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, বনের জায়গায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। ভাঙচুর ও হামলার দাবি সম্পূর্ণ মিথ্যা। 

কাজী সাঈদ/আরআই