মালামালসহ মন্দিরে হামলাকারী গ্রেফতার, আদালতে জবানবন্দি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলাকারী আব্দুর রহিম সুজন (১৯) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পূজামণ্ডপ থেকে লুণ্ঠিত মালামালও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আসামি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজন বেগমগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল কাশিমের ছেলে।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২০ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে লুণ্ঠিত লাক্স সাবান ৬টি, টুথপেস্ট ৬টি, দুধের প্যাকেট ০১টি, শ্যাম্পু ১৩টি, কফি ১টি, ডিটারজেন্ট পাউডার ৪টি, ভিম ডিসওয়াসিং ২টি ও ১টি হুইল সাবান জব্দ করা হয়।
এরপর বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আব্দুর রহিম সুজন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করেছে। মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় আমাদের অভিযান অব্যাহত আছে।
হাসিব আল আমিন/এমএএস