নূর মোহাম্মদ কাজল

রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজলসহ (৪৫) তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাঙামাটির কোতোয়ালি থানায় নির্যাতনের এক নারী মামলাটি দায়ের করেন। 

মামলার অন্য আসামিরা হলেন- বদরুল ইসলাম (২৫) ও মো. রবিউল ইসলাম (৫০)। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে নূর মোহাম্মদ কাজল অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে কাজি ডেকে এনে বিবাহ সম্পন্ন করলেও কাবিননামায় স্বাক্ষর করেননি নূর মোহাম্মদ কাজল। বারবার কাবিননামায় স্বাক্ষরের জন্য চাপ দিলেও তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি ওই নারীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখেন। পরবর্তীতে নূর মোহাম্মদ কাজল এক কিশোরীকে বিয়ে করেন বলে এজাহারে দাবি করা হয়। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী বলেন, নূর মোহাম্মদ কাজলসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু করেছি। 

আরএআর