কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী ছাড়াই বিকল্পভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী ছাড়াই বিকল্পভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শনিবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য সহকারীরা মূলত নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশনের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন।

বিকল্পভাবেই ছয় সপ্তাহব্যাপী এ টিকাদান ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। জেলায় ১২ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। গত দুইদিনে (১২ ও ১৩ ডিসেম্বর) জেলার ছয় উপজেলায় মোট তিন হাজার ৪৮৮ শিশুকে এমআর টিকা দেওয়া হয়েছে। মোট ১৫৪৬ কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।

হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে জেলাব্যাপী নয় মাস থেকে ১০ বছরের নিচের প্রায় চার লাখ ৩৫ হাজার শিশুকে এমআর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন আনারুল ইসলাম বলেন, হাম নির্মূল ও রুবেলা রোগের জটিলতা থেকে রক্ষা পাওয়ার উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রেখে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। শুক্রবার সরকারি ছুটির দিন ছাড়া টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য সহকারী ছাড়াই বিকল্প উপায়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলছে

তবে এই টিকা যাদের দেওয়ার কথা সেই স্বাস্থ্য সহকারীরা এখনও দাবি আদায়ের আন্দোলনে। এ অবস্থায় কুষ্টিয়ার ছয় উপজেলায় বিকল্প উপায়ে হাম-রুবেলার টিকা দেওয়ার কাজ শুরু হলেও দাবি না মানায় স্বাস্থ্য সহকারীরা কার্যক্রম বন্ধ রেখেছেন। 

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার নেতারা বলেন, আমরা চাই টিকাদানের মতো একটা মহৎকাজে যুক্ত থাকতে। আমরা মূলত টেকনিশিয়ানের পদমর্যাদা এবং বেতন গ্রেড বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি।

বারবার আশ্বাস পেলেও আমাদের দাবি পূরণ হচ্ছে না বাস্তবে। ২৬ নভেম্বর থেকে আমরা কর্মবিরতি কর্মসূচি পালন করছি। আশা করব, আমাদের দাবি মেনে নিয়ে টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তাছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। তারা যা করবে আমারা মেনে নেব।

সিভিল সার্জন আনারুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী ছাড়াই বিকল্প উপায়ে  হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। আশা করছি কোনো সমস্যা  হবে না। তারপরও আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি। কোনও সমস্যা হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে তারা কাজে যোগদান করবেন। প্রতিটি কেন্দ্রে পৌরসভার দুই জন টিকাদানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

এএম