বিদায় সংবর্ধনার দিন চিরবিদায় নিলেন কলেজশিক্ষক
মৃত্যুর আগে নিজ কর্মস্থল থেকে বিদায়ী সংবর্ধনা নিচ্ছেন সদরুদ্দিন
যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে নিজের কর্মস্থল থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজশিক্ষক সদরুদ্দিন (৬০) নিহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে কালীগঞ্জের গাজীর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সদ্য অবসরপ্রাপ্ত সদরুদ্দিন ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসিন্দা। তিনি যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এদিন কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
বিজ্ঞাপন
বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সদরুদ্দিন ১৯৮৮ সালের ২০ অক্টোবর বাঘারপাড়া ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ২৯ অক্টোবর তার চাকরির মেয়াদ শেষ হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ তাকে বিদায় সংবর্ধনা দেয়।
পরে বিকেলে বাঘারপাড়া থেকে তার নিজস্ব মোটরসাইকেলে ঝিনাইদহ শহরের বাসায় ফিরছিলেন। সন্ধ্যার দিকে কালীগঞ্জের গাজীর বাজারে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পুরো বাঘারপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মতলেবুর রহমান এ বিষয়ে ঢাকা পোস্টকে জানান, সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক সদরুদ্দিন নিহত হন। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছ হস্তান্তর করা হবে।
এনএ