গলায় খাবার আটকে শিশুর মৃত্যু
চাঁদপুরে মায়ের কোলে শুয়ে খাবার খাওয়ার সময় শ্বাসনালি বন্ধ হয়ে জুবায়ের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু জুবায়ের ভিঙ্গুলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিজ্ঞাপন
নিহত শিশুর নানা আবিদ মিয়া বলেন, জুবায়েরকে তার মা কোলে সুইয়ে চামচ দিয়ে তরল খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালে কর্মরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুর হুসাইন বান্না বলেন, শিশুটিকে তার মায়ের কোলে শুইয়ে তরলজাতীয় কোনো খাবার খাওয়াচ্ছিলেন। শিশুটিকে এভাবে শোয়া অবস্থায় খাওয়ানোর কারণে শ্বাসনালী বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি থাকায় শোয়া অবস্থায় চামচ দিয়ে খাওয়াতে গিয়ে সে খাবার খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে গেছে। এভাবে খাওয়ানো উচিত নয়।
শরীফুল ইসলাম/আরআই