জয়পুরহাট সদর উপজেলায় এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধারের দুই দিনের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ্য জানান।

গত সোমবার (২৫ অক্টেবর) সকালে সদর উপজেলার দোগাছী গুচ্ছগ্রাম মোড় এলাকা থেকে ইজিবাইক চালক শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শফিকুলের বাবা নিলু ফকির বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩২) ও একই গ্রামের বাবলু মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)। শহিদুল পেশায় একজন ট্রাকচালক ও রুবেল ট্রাকের সহকারী। এ ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামাদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা হত্যার রহস্য উদঘাটন করা হয়। এ ছাড়া ছিনতাই করা অটো ও নিহত শফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় দুজন আসামি রশিদুল ও রুবেলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গত ২৪ অক্টোবর ঘটনার দিন বিকেলে আসামিরা ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করেন। শফিকুলকে তারা মঙ্গলবাড়ি যাওয়ার জন্য ২০০ টাকায় ভাড়া চুক্তি করেন। পরিকল্পনামতে রাত গভীর হওয়ার জন্য নওগাঁ জেলার ধামইরহাট আলতাদিঘী এলাকায় কালক্ষেপণ করেন। এরপর পথে দোগাছী গুচ্ছগ্রাম মোড় এলাকায় রাত ৯টায় ইজিবাইকের পেছনে বসা রশিদুল ও তার আরেক সহযোগী শফিকুলকে রশি দিয়ে গলায় ধরে ওই চাকু দিয়ে জবাই করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে কয়েক জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি চক্রের সক্রিয় সদস্য হিসেবে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

চম্পক কুমার/এনএ