জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে অপরাধ দমন সম্ভব নয়
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, আমরা উন্নত দেশের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি চাই, কিন্তু নিজের সামনে একটি অপরাধ সংগঠিত হলেও অনেক সময় পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করি না। জনগণের সহযোগিতা ছাড়া শুধু একা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সার্বিকভাবে অপরাধ দমন কিংবা সফলতা সম্ভব নয়। তাই তাদের পরিপূর্ণ সফলতার জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইন্সে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মেয়র টিটু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। নানা ক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা একটি অন্যতম সূচক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই এসব অর্জন সম্ভব হয়েছে। আজ আমরা এসডিজি বা সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন দেখতে পারছি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন প্রমুখ।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরএআর