খুলনা জেলা মহিলা আ.লীগের নেতৃত্বে চম্পা-কনা
খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হোসনেয়ারা চম্পাকে সভাপতি এবং নাজনীন নাহার কনাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, মহিলা আওয়ামী লীগ দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে। তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করতে হবে। সব পর্যায়ে নেতাকর্মীদের দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। তাহলে দল শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক।
বিজ্ঞাপন
জেলা মহিলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি জাহানারা শহীদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হওয়া হোসনেয়ারা চম্পা সম্মেলন পরিচালনা করেন।
মোহাম্মদ মিলন/আরএআর