মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি কালো বক উদ্ধার করেছে শ্রীমঙ্গলে বাংলাদেশ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশন। এ জাতীয় কালো রঙের বক, আগে সচরাচর দেখা গেলেও এখন আর সচরাচর চোখে পড়ে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১ নভেম্বর) দুপুরের দিকে শ্রীমঙ্গল হাইল হাওর থেকে এই বকটি উদ্ধার করে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, মাছ ধরার বড়শিতে ধরা পড়ে কালো রঙের বকটি। কালো রঙের অপরিচিত বক পাখি দেখে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয় এক মাছশিকারি। বকটি উদ্ধারের পর বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিকেলে বন বিভাগের সঙ্গে আলোচনা করে পাখি অভয়াশ্রম বাইক্কা বিলে অবমুক্ত করা হবে। এ পাখিটির বাংলা নাম কালি বক ও ইংরেজি নাম ব্লাক বিটার্ন। এরা কালো বগলা নামেও পরিচিত।

ওমর ফারুক নাঈম/এনএ