আমরা বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাঙালির খেলধুলা ও ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। আমাদের ঐতিহ্য লাঠি খেলাকে আবার ফিরিয়ে আনতে চাই। আমরা কৃত্রিমত্তার ভেতরে ডুবে যেতে চাই না।
শুক্রবার (০৫ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে মরহুম আব্দুস ছালাম সেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমি ঘুষ খাই না, কমিশন নেই না, ঠিকাদারি করি না। আমি অন্যায়ভাবে কাউকে মামলায় জড়াই না। সবাই আমাকে ভালো বলবেন বা ভালোবাসবেন এটা আমি আশা করি না। কিন্তু আমার ভালো কাজে সহায়তা করেন।
অধ্যক্ষ মো. আব্দুস সালামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. আজাদ পিপিএম সেবা, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
পুরস্কার বিতরণের মধ্যদিয়ে পিরোজপুরের নাজিরপুরে শেষ হওয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা একাদশ ২-০ গোলে নাজিরপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে একই মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার র্যালি ও বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুস ছালাম সেখের (মাতুব্বর) স্মরণে মাটিভাঙ্গা যুবসমাজের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে প্রতি বছর প্রীতি ফুটবল, লাঠি খেলা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
আবীর হাসান/এসপি