গ্রেফতার দিল মোহাম্মদ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আরও দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৭ নভেম্বর) রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ সদস্যরা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন এজাহারভুক্ত আসামি উপজেলার ভূপাতিপুর গ্রামের নুর ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৮) ও গনিপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির মৃত হাজী আব্দুল সামাদের ছেলে মোরশেদ আলম সবুজ (৩২)। জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোরশেদ আলম সবুজকে গ্রেফতার করেছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে বিচারিক আাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।  

র‍্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন ঢাকা পোস্টকে বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে মন্দিরে হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার জেরে নোয়াখালীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ একজনের মৃত্যুর খবর দেয় পুলিশ। পরদিন পুকুর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

হাসিব আল আমিন/এমএসআর