ফাইল ছবি 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর রাজাখালি খালে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলেদের দেওয়ার খবরের ভিত্তিতে বাঘটি উদ্ধার করা হয়। বন বিভাগ বলছে, বার্ধক্যজনিত কারণেই মারা গেছে বাঘটি। তবে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, বাঘটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই এখনও রয়েছে। বন বিভাগের কর্মীরা পাহারা দিচ্ছে। বাঘ সাধারণত ১৩-১৫ বছর পর্যন্ত জীবিত থাকে। মৃত বাঘটি দেখার পর মনে হয়েছে, বয়স বেশি হওয়ায় বাঘটি মারা গেছে। একটি দাঁত একেবারেই বিলীন হয়ে গেছে। আরেকটি দাঁত ক্ষয়ে অর্ধেক হয়েছে। বয়সের ভারে  শিকার করার সক্ষমতা হারিয়ে ফেলেছিল বাঘটি। 

তিনি বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে। বন বিভাগের একটি দল আজ সকালে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছেন। ময়নাতদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, সুন্দরবনে সর্বশেষ ২০১৮ সালে বাঘশুমারি করা হয়েছিল। তখন সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৪টি। ২০২২ সালে আবারও বাঘশুমারি করা হবে। তখন সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা জানা যাবে।

উল্লেখ্য, ২০ মার্চ পূর্ব সুন্দরবন বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পাশে ধনচেবাড়িয়া চর থেকে একটি মৃত মাদী রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। 

আকরামুল ইসলাম/এসপি