প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় স্বামীর মৃত্যুর ৩ বছর পর স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া এক নবজাতককে জীবিত অবস্থায় মাটিচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, ওই নারীর স্বামী (৪৫) ৩ বছর আগে মারা যান। তাদের ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পরে ওই নারী পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী।

শনিবার রাতে ওই নারী এক ছেলে সন্তানের জন্ম দেন। রাতেই ওই নবজাতককে বাড়ির পাশের মাঠের মধ্যে মাটিচাপা দেয়ার চেষ্টা করে নবজাতকের মা ও অপর এক নারী। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলে ওই নবজাতককে তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে ওই নবজাতক ও তার মাকে এলাকাবাসী নজরে রেখেছে।

ওই গ্রামের বাসিন্দা বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নবজাতক ও তার মাকে নিরাপত্তা দিয়ে বাড়িতে রেখেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে; এ বিষয়ে কী করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে।

সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান, বিষয়টি তাদের জানা নেই। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি কে সিকদার সজল/এমএসআর