আবাহনী-মোহামেডান লড়াই ২৮ জানুয়ারি
বিপিএল ফুটবলে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম বেলা তিনটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। স্নায়ুর লড়াই না হলেও আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই একটু বাড়তি আকর্ষণ।
‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলে মঙ্গলবার ঐতিহ্যবাহী দল দুটি মুখোমুখি হওয়ার কথা কুমিল্লা স্টেডিয়ামে। পয়েন্ট টেবিলে দুই দলের কেউই নেই শীর্ষ অবস্থানে।
বিজ্ঞাপন
আবাহনী আছে দ্বিতীয় ও মোহামেডান আছে ষষ্ঠ স্থানে। ঢাকা আবাহনী এ পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান দখল করে আছে। সে ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে মোহামেডান ৬ নম্বরে থাকা দলটি ৩ ম্যাচে জিতেছে ১টিতে, এক ম্যাচ ড্র করে পয়েন্ট নিয়েছে ৪।
ঘরের মাঠেও গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব হেরেছে সাইফ স্পোর্টিংয়ের কাছে। মোহামেডান আর আবাহনীর খেলা মানে সব বয়সী ফুটবলপ্রেমীর তুমুল আগ্রহের ব্যাপার। ঘরের মাঠ হওয়ায় গ্যালারিতে মোহামেডানের জন্য যে করতালি আর হইহুল্লোড় থাকবে, পূর্বাভাসে বোঝা যাচ্ছে কুমিল্লায় আবাহনীর সমর্থকও কম নয়। গ্যালারিতে দর্শক উপস্থিতিতেও দুই দলেরই থাকবে উনিশ-বিশ।
বিজ্ঞাপন
পৃথিবীর সব দেশেই ক্রীড়া দর্শকদের জনপ্রিয় দল রয়েছে এবং সেসব দলে থাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতামুখর আমেজ। আন্তর্জাতিক ফুটবলে বার্সা-রিয়াল, ম্যানইউ-ম্যানসিটি। তেমনি বাংলাদেশের ফুটবল আর আবাহনী-মোহামেডান দ্বৈরথ এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ।
বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা আগের মতো নেই। মাঠে দর্শকও আসেন না সেভাবে। তারপরও আবাহনী-মোহামেডান নাম দুটি শুনলেই ফুটবলপ্রেমীদের রক্ত কেমন টগবগ করে ওঠে। এখনো তর্কের তুফান ওঠে।
এনএ