বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার
গ্রেফতার আমিনুল ইসলাম লিপন
নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার পথে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ি রোডের শিক্ষক ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল ইসলাম লিপন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদেও রয়েছেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম লিপন ঢাকার রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লিপন।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/আরএআর