কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক ফার্মেসিতে বিক্রি হচ্ছিল বিদেশি মদ

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের এক ফার্মেসিতে বিক্রি হচ্ছিল বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকসহ মোহন সেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সদস্যরা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শহরের কলাতলীর সি-প্যালেস হোটেলের সামনের মেসার্স মা মেডিকো ফার্মেসি থেকে মদ, বিয়ার ও ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রবি সেনের ছেলে। তিনি মেসার্স মা মেডিকো ফার্মেসির মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোহন।

র‌্যাব জানায়, মোহন সেন দীর্ঘদিন ধরে কক্সবাজারের হোটেল-মোটেল জোনে এসব বিদেশি মদ ও ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফার্মেসির ওষুধের কার্টনের ভেতর থেকে বিদেশি মদ ৬০ বোতল, বিদেশি বিয়ার ২০টি, ২০ বোতল ফেনসিডিল ও কয়েক কার্টন যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ঢাকা পোস্টকে বলেন, ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে মদের ব্যবসা চালিয়ে আসছিলেন মোহন সেন। র‌্যাব জানতে পেরে তাকে মাদকসহ গ্রেপ্তার করেছে। 

এএম