চিকিৎসকের অবহেলায় নার্সের বাবার মৃত্যুর অভিযোগ
অভিযুক্ত চিকিৎসক আরাফাতকে অবরুদ্ধ করে জরুরি বিভাগের সামনে নার্সদের অবস্থান
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নার্সের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক হাসপাতালে বিক্ষোভ করেছেন নার্সরা। ফলে হাসপাতালের জরুরি বিভাগে আধা ঘণ্টা সেবা প্রদান বন্ধ থাকে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাজীব মিয়ার বাবা বুলবুল মিয়া (৫০) অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু আধা ঘণ্টা পর্যন্ত রাজীবের বাবাকে দেখতে আসেননি জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত।
বিজ্ঞাপন
পরবর্তীতে অসুস্থ বুলবুলকে একটি বেসরকারি ক্লিনিকে নিতে বলেন চিকিৎসক আরাফাত। পরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর বুলবুলের মৃত্যু হয়।
সহকর্মীর বাবার মৃত্যুর ঘটনার জেরে রাত ৮টার দিকে সদর হাসপাতালের নার্সরা চিকিৎসক আরাফাতকে অবরুদ্ধ করে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন। যার কারণে জরুরি বিভাগে আধা ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
বিজ্ঞাপন
তবে অবহেলার অভিযোগ সঠিক নয় দাবি করে চিকিৎসক সফিউল্লাহ্ আরাফত বলেন, ‘রোগী জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গেই আমি দেখতে গিয়েছি। এরপর আমি রোগীর ইসিজি করার জন্য বলি। তারপর তারা কী করেছে— আমি জানি না। পরে শুনেছি রোগী মারা গেছে। আমার কোনো অবহেলা ছিল না।’
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসেন বলেন, ‘চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে কি না, সেটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আজিজুল সঞ্চয়/এমএসআর