ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রথম ধাপে ৯৬ হাজার ৬০০ ডোজ করোনা ভ্যাকসিন পাবে। আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) এ সকল ভ্যাকসিন জেলায় পৌঁছাবে। বুধবার (২৭ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘৯৬ হাজার ৬০০ ভায়াল ভ্যাকসিন সরাসরি সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছাবে শুক্রবার। এখানকার কোল্ডরুমে টিকার ভায়াল রাখার ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনা মতে নির্ধারিত তাপামাত্রায় এগুলো রাখা হবে। টিকা প্রদানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই টিকা প্রয়োগ করা হবে। পরে এখান থেকে ভ্যাকসিন উপজেলাগুলোতেও পাঠানো হবে।’

তবে কবে নাগাদ কিশোরগঞ্জে টিকা প্রয়োগ শুরু হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এসকে রাসেল/এসপি