ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে নীলকন্ঠ মুড়া (৫০) নামে এক চা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লালচান চা বাগানের কাঁঠালভাঙ্গা এলাকার রতীন্দ্র মুড়ার ছেলে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার লালচান চা বাগানের পাহারাদার মতিন মিয়ার সাথে বাগানের কাঠ কুড়ানো নিয়ে কথা কাটাকাটি হয় নীলকন্ঠ মুড়ার। একপর্যায়ে নীলকন্ঠকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চম্পক ধাম জানান, চা শ্রমিক নীলকন্ঠকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে। 

এদিকে নীলকন্ঠ মুড়ার মৃত্যুর খবরে স্থানীয় চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করেন।

মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর