কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নগরীর তেলিকোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আশিকুর রহমান রকি (২৯), সুজানগর বউবাজার এলাকার জানু মিয়ার ছেলে মো. আলম মিয়া (৩০)।

মেজর সাকিব হোসেন জানান, জোড়া খুনের মামলার ৬ নম্বর আসামি মো. আশিকুর রহমান রকিকে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং ৭ নম্বর আসামি মো. আলম মিয়াকে কুমিল্লা  কোতোয়ালি থানার বড়জালা এলাকা থেকে আটক করা হয়। বিকেল ৪টায় তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর সোহেল ও তার সহযোগী আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা নিহত হন। এ সময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত  চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অমিত মজুমদার/আরএআর