নির্বাচনের আগের দিন নিরাপত্তা চেয়ে প্রার্থীর কান্না
নরসিংদীতে জীবনের নিরাপত্তা, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট চেয়ে কান্নাজড়িত কণ্ঠে সংবাদ সম্মেলন করেছেন এক প্রার্থী। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন ভূইয়া রিপন এই সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে তিনি ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার শিকার বলে অভিযোগ আনেন।
বিজ্ঞাপন
নাজিম উদ্দিন ভূইয়া রিপন আমদিয়া ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আনারস প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থী। অন্যদিকে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহ ইবনে রহিছ মিঠু।
নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে বক্তব্যে নাজিম উদ্দিন ভুইয়া রিপন অভিযোগ করে বলেন, আগামীকাল ২৮ নভেম্বর আমি আমদিয়া ইউনিয়নে নির্বাচন করতে যাচ্ছি। গত ১১ নভেম্বরের পর থেকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ও নৌকার প্রার্থী আব্দুল্লাহ ইবনে রইছ মিঠুর নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতেও আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। নয়তো হত্যা করা হবে বলেও জানানো হয়েছে। আমার যদি কিছু হয়, তবে এর দায় ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারকে নিতে হবে।
এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এ সময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম/এনএ