বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবি
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল
রংপুরের মাহিগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সরকারি উদ্যোগে চালু করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে মহানগর নাগরিক কমিটি। দাবি আদায়ে রংপুর জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।
বিজ্ঞাপন
পরে সাংবাদিকদের কাছে কমিটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে মাহিগঞ্জ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে। ফলে মাহিগঞ্জসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বেসরকারি উদ্যোগে হাসপাতাল পরিচালিত হলে মুনাফা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। যা কোনোভাবেই কাম্য নয়।
তাদের অভিযোগ, ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে হাসপাতালটি পরিচালনার দাবি জানিয়ে আসছেন। কিন্তু জনগণের গণদাবিকে উপেক্ষা করে বেসরকারি খাতে হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত আত্মঘাতী।
বিজ্ঞাপন
স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক বনমালী পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মাফিজুল ইসলাম মান্টু, সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, শিক্ষানবিস আইনজীবী নাসির উদ্দিন সুমন, নিপীড়নবিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্থানীয়রাসহ বিভিন্ন সংগঠন। এই হাসপাতাল চালু হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালটি দীর্ঘ ২৫ বছরে কয়েকবার বন্ধ ও চালু হয়েছে। সিটি করপোরেশন এটি পরিচালনায় বারবার হোঁচট খাওয়াতে বর্তমানেও হাসপাতালটি বন্ধ রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর