যাত্রীবাহী বাস থেকে ২ শতাধিক কচ্ছপ উদ্ধার
মাগুরায় যাত্রীবাহী বাস থেকে ২০১টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ
মাগুরায় ঢাকা রোড সড়কে চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে ২০১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে মামুন পরিবহনে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কচ্ছপের কোনো মালিক না থাকায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রোড সড়কের চেকপোস্টে মামুন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় পরিবহনের বক্সের ভেতর থেকে চার বস্তায় ২০১টি কচ্ছপ পাওয়া যায়। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসে ঝিনাইদহ জেলার মহেশপুরে যাওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দিপংকর জানান, সব কচ্ছপই জীবিত রয়েছে। প্রতিটি কচ্ছপের ওজন প্রায় ১ কেজি। কচ্ছপগুলো দেশীয় সন্দি প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বিষয়টি নিয়ে বনবিভাগ ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে। তারা কচ্ছপগুলো অবমুক্ত করবে।
বিজ্ঞাপন
মাগুরা জেলা প্রাণিসম্পদ কমকর্তা মো. হাদিউজ্জামান জানান, বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের খবর জানতে পেরেছি। ইতোমধ্যে খুলনার প্রাণিসম্পদের একটি টিমকে আসতে বলেছি। তারা আসলে সুবিধামতো সময়ে কচ্ছপগুলো অবমুক্ত করা হবে।
জালাল উদ্দিন হাক্কানী /এমএসআর