মাটি কাটতে গিয়ে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন বাড়ির মাটি কাটতে গিয়ে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন বাড়ির মাটি কাটতে গিয়ে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাড়া কালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন শচীন মন্ডল (৩২) ও মো. রুবেল (৩২)।
বিজ্ঞাপন
শচীন মন্ডল বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দিলীপ মন্ডলের ছেলে। রুবেল মধ্য হাঁসাড়া গ্রামের রেজাউল মাঝির ছেলে। এ ঘটনায় গুরুতর আহত জিল্লু শেখকে (৫০) পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কালিখোলা এলাকার ইতালিপ্রবাসী আফজাল শেখের বাড়ি নির্মাণের কাজ চলছিল। ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তা ঘেঁষে চলছিল বাড়ির নির্মাণকাজ। বাড়ির ভিত্তি তৈরির জন্য মাটি খুঁড়ে বড় বড় গর্ত করা হয়। উপরে রাস্তা ঠিক রেখে নিচ দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল।
বিজ্ঞাপন
দুপুর ২টার দিকে রাস্তা ভেঙে নির্মাণশ্রমিক শচীন মন্ডল, রুবেল ও জিল্লু শেখের ওপর পড়ে। এতে শচীন মন্ডল ও রুবেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জিল্লু শেখকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
দুই শ্রমিকের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এএম