সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর উদ্দেশে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ‘আসুন গিবত-ষড়যন্ত্র ও হানাহানির রাজনীতি বাদ দিয়ে একযোগে উন্নয়নের রাজনীতি শুরু করি। আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আমি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা উভয়েই একই রাজনীতির ধারায় আছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দক্ষিণবঙ্গের আমূল পরিবর্তন করি।’

নিক্সন চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেস ওয়ে নির্মাণ করে দিয়েছেন। দেশ-বিদেশের পর্যটকেরা যখন এখানে বেড়াতে আসবেন তখন যদি এই ভাঙ্গা পৌরসভার বাজারে প্রবেশ করে তাহলে তারা বস্তি ছাড়া কিছুই পাবে না। কারণ দীর্ঘ ৪০ বছর ভাঙ্গাবাজারের কোনো উন্নয়ন করা হয়নি। আমাদের সম্মান বাঁচানোর তাগিদে আসুন আর হানাহানি নয়, ভাঙ্গাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করি।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলার ঐতিহ্যবাহী ভাঙ্গাবাজার বণিক সমিতির পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

সংসদ সদস্য নিক্সন আরও বলেন, ‘আমার মঞ্চে ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সব অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত আছেন। মাত্র আপনি কাজী জাফরউল্লাহ বাহিরে রয়েছেন। তাই আর মান-অভিমান নয়, আসুন একমঞ্চে উঠে দেশের স্বার্থে দশের স্বার্থে নিজেদের বিলিয়ে দেই।’

ভাঙ্গাবাজার বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক মিরু মুন্সির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।

কাজী জাফরউল্লাহর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি আসেন আমিও থাকব, জনগণকে সঙ্গে নিয়ে আজ থেকেই একত্রে কাজ করব। আপনি মুরব্বি আমি অনেক ছোট— এখানে লজ্জার কিছু নেই। জীবনের ৭ বছর জনগণকে ভালোবেসে তাদের উন্নয়ন ও মূল্যায়নের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে গেছি। আপনি ও আমি— দুজনেই মাঠে সক্রিয় থাকলেও একমঞ্চে রাজনীতি করা হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এখন থেকেই একত্রে কাজ করতে চাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন বলেন, ‘ভাঙ্গাবাজারের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কেউই আর বাদ নেই। তবে আর কেন হানাহানি? আসুন একত্রে রাজনীতি করি।’

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মী এবং ভাঙ্গাবাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বি কে সিকদার সজল/এমএসআর