চাঁদপুরে অভিযান চালিয়ে ৬২ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

চাঁদপুরে অভিযান চালিয়ে সাড়ে ৬২ মণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট মুনিফ তকি বলেন, জাটকা নিধনরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদপুরের হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে ৬২ মণ জাটকা জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, জব্দকৃত জাটকাগুলো উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধনরোধে নিয়মিত অভিযান চালানো অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এএম