শ্রমিকদের জন্য ভোমরা বন্দরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শ্রমিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সেবার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সুবিধা পাবেন বন্দরে দায়িত্বরত কর্মচারী-শ্রমিকরা।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক এজাজ আহম্মেদ স্বপন জানান, জীবনের ঝুঁকি নিয়ে বন্দরে কাজ করেন প্রায় চার হাজার শ্রমিক। অনেক সময় দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক সুচিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয় না। এতে অনেক সময় শ্রমিকের জীবন সংকটে পড়ে। শ্রমিকদের কথা ভেবেই সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, শুধু শ্রমিক নন, বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন কাজে যারা রয়েছেন চিকিৎসা-সংক্রান্ত জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সটি তারা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া বন্দরে কর্মরতদের জন্য সপ্তাহে দুই দিন ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। তার নেতৃত্ব দেবেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ।
আমরা মনে হয়েছে, বন্দরে নিম্ন আয়ের মানুষদের জন্য কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই সবার সহযোগিতা নিয়েই এগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক এজাজ আহম্মেদ স্বপন, সদস্য মিজানুর রহমান, মাকসুদ আলম খান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীসহ বন্দরের বিভিন্ন কর্মচারী-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আকরামুল ইসলাম/এনএ