নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী নিজেদের ব্যানার-পোস্টার নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করেনি সে সব ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান চালিয়েছে জেলা নির্বাচন কমিশন। 

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলের পর থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান।

এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ কাউন্সিলর প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ করেন তারা। এর আগে ৬ ডিসেম্বর সিটি নির্বাচনকে কেন্দ্র করে লাগানো সব পোস্টার-ফেস্টুন অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

মতিউর রহমান বলেন, অনেক জায়গাতেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকর্ষণের জন্য শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। আমরা তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম তারা সরায়নি। অনেকে আবার সরিয়েছেন। আমরা আজ অভিযান পরিচালনা করছি ও এসব অপসারণ করছি। যারা আচরণবিধি মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজু আহমেদ/এমএসআর