মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলেন ৮৫ বছর বয়সী সুফিয়া ইসমাইল

হুইল চেয়ারে করে ভোট দিতে গেলেন ৮৫ বছর বয়সী সুফিয়া ইসমাইল। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ব্যালট পেপারে তিনি ভোট দেন। 

ঢাকা পোস্টকে তিনি বলেন, আমি ভোট দিতে এসেছি দেশের মানুষের জন্য। গত বছর আমি হেঁটে এসে ভোট দিয়েছি। কিন্তু এবার অসুস্থ থাকায় হুইল চেয়ারে এসে ভোট দিয়েছি। আমি একা নয়, পাঁচজনকে সঙ্গে নিয়ে এসেছি।

প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আমি চাই পৌর এলাকার উন্নয়ন হোক। আমার বাসা পৌরসভার পেছনে। আমার সড়কে ড্রেন নেই, সেটা যেন হয়। 

সুফিয়া ইসমাইল মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি গীর্জাপাড়া এলাকার বাসিন্দা। 

মৌলভীবাজার পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

মেয়র পদে আওয়ামী লীগের বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান শুক্রবার সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের দায়িত্বে র‌্যাব, বিজিবিসহ পুলিশের ফোর্স রয়েছে। নির্বাচনে অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। 

সাধারণ কাউন্সিলর ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মৌলভীবাজার পৌর নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্র থেকে বাড়িয়ে ১৮টি কেন্দ্র করা হয়েছে।

ওমর ফারুক নাঈম/এসপি