সাংবাদিকের পরিচয়পত্র

বরগুনা পৌরসভা নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন সাতজন পুলিশ সদস্য ও ১০ জন আনসার সদস্য। এ পৌরসভায় সংবাদ সংগ্রহের জন্য ১৫৬ জনকে অনুমতি দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার। যা গড়ে প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যের সমান।

কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই বিপুল সংখ্যক নাম সর্বস্ব ভুয়া ও ভুঁইফোড় সাংবাদিকদের নির্বাচনে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বরগুনার সাংবাদিক নেতারা।

বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজ বলেন, বিপুল সংখ্যক মানুষকে নির্বাচনে সাংবাদিক পরিচয়পত্র দেওয়ায় আমরা বিস্মিত হয়েছি। কার্ডধারী এসকল সাংবাদিকদের সিংহভাগকে আমরা চিনি না। মাত্র ৯টি ভোটকেন্দ্রের জন্য বিপুল সংখ্যক মানুষকে সাংবাদিকতার পরিচয়পত্র দেওয়ায় নিন্দা জানাচ্ছি আমরা।

জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, বরগুনা পৌরসভার পাশাপাশি পাথরঘাটা পৌরসভায়ও ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে এমন কিছু টেলিভিশনের কর্মীদের সাংবাদিক পরিচয়পত্র দেওয়া হয়েছে, যে টেলিভিশনের নাম আমরা আগে কখনো শুনিনি। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই এসব ভুয়া, ভুঁইফোড় ও নাম সর্বস্ব সাংবাদিককে নির্বাচনে সংবাদ সংগ্রহের সুযোগ দিয়ে সাংবাদিক পেশাকে কলঙ্কিত করা হয়েছে। অসম্মানিত করা হয়েছে প্রকৃত সাংবাদিকদের।

এ বিষয়ে বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, সাংবাদিকের পরিচয়পত্র দিয়ে যারাই আমার কাছে নির্বাচনে দায়িত্ব পালন করার অনুমতি চেয়েছেন, আমি তাদেরই সাংবাদিকতার পরিচয়পত্র দিয়েছি। 

এদিকে, দুপুর পৌনে ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বরগুনার দুটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কোথাও ভোটগ্রহণে অনিয়ম নিয়ে অভিযোগ করেননি কেউ। এছাড়া প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারিও লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা পৌরসভা নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩৫ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনা পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ৮০টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচনী নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় প্রতিটি কক্ষে প্রতি প্রার্থী একজন করে পোলিং এজেন্ট দিতে পারবেন।

১২ বর্গকিলোমিটার আয়তনের বরগুনা পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৬ হাজার ১২ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৩ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৯২৭ জন।

সাইফুল ইসলাম মিরাজ/এসপি