ঝিনাইদহে হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মান্দার তলা জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল আমিন বলেন, ভোট চলাকালে বেলা ১১টার দিকে কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রে থাকা উভয় গ্রুপের এজেন্টদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইটি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোটকে কেন্দ্র করে সাগর নামে একজনকে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর এবং তার শরীরে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আব্দুল্লাহ আল মামুন/এসপি