পাটুরিয়াঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। ঘুন কুয়াশার কারণে প্রায় প্রতিদিন মাঝ নদীতে ফেরি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে নৌরুট পারাপারে অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, নৌরুটের উভয় ঘাট ব্যবহার করে প্রতিদিন প্রায় ৫ থেকে সাড়ে ৭ হাজার যানবাহন ও কয়েক হাজার যাত্রী নদীপথ পারাপার হয়ে থাকে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, পাটুরিয়াঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকামুখী আরসিএল মোড় পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। আর দুটি ট্রাক টার্মিনালে রয়েছে বিপুল পরিমাণ ট্রাক।

সবমিলে পাটুরিয়াঘাট এলাকায় ৪ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারে অপেক্ষমাণ দেখা যায়। অন্যদিকে ঢাকা-আরিচা সড়কের উথুলী সংযোগ মোড় থেকে আরিচামুখী সড়কে আরও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পাটুরিয়াঘাটে আসার অপেক্ষায় রযেছে। তবে সন্ধ্যার পর থেকে পরিবহন বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত ছোট গাড়ি ও পরিবহন বাসের চাপ বাড়ছে। তাছাড়া বুধবার (১৬ ডিসেম্বর) সরকারি ছুটি। এজন্য পাটুরিয়াঘাটে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়ার শঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, নৌরুটে ১৬টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। পরিবহন বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি ঘাটে আসা মাত্র ফেরিতে উঠে যাচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, সোমবার রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকায় পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হয়। এতে দুই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ঘাটে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। পাটুরিয়ায় ট্রাকের চাপ কমলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী আটকে থাকা এসব ট্রাকগুলো ছেড়ে দেয়া হবে।

এমএসআর