শান্তা আক্তার

নরসিংদী শহরে প্রকাশ্য কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামের এক এনজিও কর্মীর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নরসিংদী শহরের পশ্চিমকান্দা এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহত শান্তা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার নরসিংদী শহরের বাজিড় মোড় শাখার (সদর ২ ব্রাঞ্চ) লোন কর্মকর্তা ও শহরতলির পশ্চিম ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।

রোগীর বাঁ হাতের কবজি পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু চামড়া লেগে ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক

নাদিরুল আমিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা

পুলিশ ও স্থানীয়রা জানান, এনজিও আশার লোন কর্মকর্তা শান্তা আক্তার দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠান।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাদিরুল আমিন বলেন, রোগীর বাঁ হাতের কবজি পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু চামড়া লেগে ছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুইজন ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানা তিনি।

এনএ