মাদারীপুরের কালকিনিতে ফেসবুক চালাতে পরিবার বাধা প্রদান করায় তনু (১৮) নামে এক তরুণী অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত তরুণী উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের শংকররের মেয়ে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বাড়ির সব কাজকর্ম বাদ দিয়ে শনিবার সকাল থেকে তনু তার মোবাইল দিয়ে ফেসবুকে চালাতে থাকে। এ বিষয়টি দেখে তনুর বাবা তাকে ফেসবুক চালাতে বাধা প্রদান করে তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায়। এতে করে তনু অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তনুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত তরুণীর বাবা শংকর কর জানান, ‌‘শিরভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে দেখি আর তাই সকালে বাধা দিয়ে মোবাইলটি নিয়ে যাই, এতে অভিমান করে সে আত্মহত্যা করে। ফেসবুক ও মোবাইল মানুষের মুত্যুরকারণ হয়ে দাঁড়িছে।’

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। সে আত্মহত্যা করেছে।

নাজমুল মোড়ল/এমএসআর