মতিয়ার রহমান

দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ১৭ হাজার ৭৪২ ভোট পেয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশকার আলী মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৮ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করেছে পুলিশের একাধিক বিশেষ দল, জানান চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করেছেন। ভোটকেন্দ্রগুলোতে ছিল পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

মাঠপর্যায়ে সার্বক্ষণিক মহড়া দিয়েছে ৩ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র‌্যাব। এ ছাড়া দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্বাচনী কনট্রোল রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখান থেকেই রাতে সরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দর্শনা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৬টি ভোট কেন্দ্রে ৮২টি বুথে গোপন ব্যালট পেপারের মাধ্যেমে গ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৭১ জন এবং নারী ভোটার  ১৩ হাজার ৯৪৬ জন।

এনএ