সেলিম জাহাঙ্গীর

খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর। শনিবার (৩০ জানুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মেয়র পদে সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাস্তে প্রতীকের প্রশান্ত কুমার মন্ডল ১ হাজার ৬২৩ ভোট পেয়েছেন।

এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিএনপি মনোনীত মো. মনিরুজ্জামান মনি শেষদিকে শারীরিক অসুস্থতা দেখিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন খুলনার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।

এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১ নম্বর ওয়ার্ডে আলাউদ্দীন গাজী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২ নম্বর ওয়ার্ডে অহেদ আলী গাজী, ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল গফফার মোড়ল, ৪ নম্বর ওয়ার্ডে এস এম তৈয়েবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে রবিশংকর মন্ডল, ৬ নম্বর ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ৭ নম্বর ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ৮ নম্বর ওয়ার্ডে ইমরান হোসেন সরদার ও ৯ নম্বর ওয়ার্ডে এস এম ইমদাদুল হক।

এ ছাড়া সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলরা হলেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে রাফেজা খানম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে কবিতা রানী দাশ এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে আসমা আহম্মেদ।

মোহাম্মদ মিলন/এনএ