তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা গেছে, দিনের বেশিরভাগ সময় সূর্য ঘন কুয়াশার ঢেকে থাকছে। সারা রাত ঘন কুয়াশা বৃষ্টির মতো ঝমঝম করে পড়ছে। এ অবস্থায় সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না। 

প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

কুড়িগ্রাম পৌরশহরের মাইদুল ও মাহাবুব বলেন, গতকাল থেকে হঠাৎ ঠান্ডা খুব বেশি পড়ছে। হাত পা বরফ হয়ে যাচ্ছে। এতো ঠান্ডায় আজ কাজ করবো কিভাবে বলা যাচ্ছে না।

সদরের পাঁচগাছী ইউনিয়নের দিনমজুর শফিকুল ও মুসা বলেন, খুব ঠান্ডা পড়ছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। এখন পযর্ন্ত সূর্যের দেখা নেই। হাত পা বরফ হয়ে গেছে। ফলে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ফেব্রুয়ারি মাসের ৩ তারিখের আগে কমার সম্ভাবনা নেই।

জুয়েল রানা/এসপি