লালমনিরহাটে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
রেজাউল করিম স্বপন
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে (নারকেল গাছ) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকালে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) রাতে কেন্দ্রের নির্দেশনায় জরুরি সভা করে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার ঘোষণা করে বিজ্ঞপ্তি পাঠানো হয়।
বিজ্ঞাপন
রেজাউল করিম স্বপন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নারকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনকে মনোনয়ন দেন। কেন্দ্রের এ নির্দেশনাকে অমান্য করে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যা দলীয় শৃঙ্খলা ভাঙার সামিল। তাই জেলা যুবলীগ শনিবার (৩০ জানুয়ারি) রাতে কেন্দ্রের নির্দেশনায় জরুরি সভা করে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করেন।
বিজ্ঞাপন
লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন কার্যদিবসের সময় দিয়ে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।
নিয়াজ আহমেদ সিপন/এসপি