মণিরামপুর পৌরপিতা নৌকার মাহমুদুল
কাজী মাহমুদুল হাসান
যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাজী মাহমুদুল হাসান ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী (ধানের শীষ) শহীদ ইকবাল হোসেন পেয়েছেন ১ হাজার ৭০০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব পেয়েছেন ৪১৪ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটানিং অফিসার সহিদুর রহমান এ ফলাফর ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এদিকে, কাউন্সিলর পদে হাকোবা ওয়ার্ডে আজিম হোসেন, গাংড়া-মহাদেবপুর ওয়ার্ডে সুমন দাস, মণিরামপুর ওয়ার্ডে বাবুলাল চৌধুরী, দুর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডে আদম আলী, তাহেরপুর ওয়ার্ডে আসাদুজ্জামান আসাদ, জুড়ানপুর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, মোহনপুর ওয়ার্ডে কামরুজ্জামান কামরুল, কামালপুর ওয়ার্ডে বাবুল আক্তার এবং বিজয়রামপুরে আইয়ুব পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য হিসেবে গীতা রানী, অফেলা খাতুন ও অনিমা মিত্র নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মণিরামপুর পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান।
জাহিদ হাসান/এমএসআর